সুষম বহুভুজ কাকে বলে
সুষম বহুভুজ কাকে বলে
যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও অন্তঃকোণ গুলির মান সমান , তাকে সুষম বহুভুজ ( Regular Polygon ) বলে । যেমন — সপ্তভুজ , অষ্টভুজ , নবভুজ , দশভুজ ইত্যাদি ।

সুষম বহুভুজ এর বৈশিষ্ট্য
সুষম বহুভুজের বৈশিষ্ট্যগুলি হল—
( i ) একটি বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ।
( ii ) অন্তঃকোণগুলির মান সমান ।
প্রতিটি অন্তঃকোণের মান = অন্তঃকোণের সমষ্টি ÷ বাহু সংখ্যা = 2( n – 2 ) × 90° ÷ n
( iii ) প্রতিটি বহিঃকোণের মান সমান ।
প্রতিটি বহিঃকোণের মান = বহিঃকোণের সমষ্টি ÷ বাহু সংখ্যা = 360° ÷ n ।
( iv ) বহুভুজের বাহুর সংখ্যা = 360° ÷ বহিঃকোণ ।
( v ) শীর্ষবিন্দুগুলি একটি নির্দিষ্ট বৃত্তের ওপর অবস্থিত অর্থাৎ শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ ।