গণিত

ভেদক বা ছেদক কাকে বলে

ভেদক বা ছেদক কাকে বলে

যে সরলরেখা দুই দুইয়ের অধিক সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বা ছেদক বলে । 

Screenshot 20220617 2132041

এখানে , XY হল AB ও CD- এর একটি ছেদক । 

দুটি সরলরেখার একটি ভেদক মোট আটটি কোণ উৎপন্ন করে ।

একান্তর কোণ কাকে বলে  

দুটি সরলরেখার একটি ভেদকের পরস্পর বিপরীত দিকে অবস্থিত এবং পরস্পর বিপরীতমুখী কোণ দুটিকে একে অপরের একান্তর কোণ ( Alternative angle ) বলে । 

ছেদক চিত্রে : ∠APQ ও ∠PQD , ∠BPQ ও ∠PQC , ∠APX ও ∠DQY এবং ∠BPX ও ∠CQY পরস্পর একান্তর কোণ । 

★ মনে রাখবে : সরলরেখা দুটি সমান্তরাল হলে একান্তর কোণ সমান হবে । 

অনুরূপ কোণ কাকে বলে  

দুটি সরলরেখার একটি ভেদকের একই দিকে অবস্থিত এবং পরস্পরের সমমুখী কোণ দুটিকে অনুরূপ কোণ ( Similar angle ) বলে । 

ছেদক চিত্র : ∠APX ও ∠CQP ; ∠BPX ও ∠DQP ; ∠APQ ও ∠CQY এবং ∠BPQ ও ∠DQY হল অনুরূপ কোণ ।

error: Content is protected !!