কোণের সমদ্বিখণ্ডক কাকে বলে
কোণের সমদ্বিখণ্ডক কাকে বলে
কোনো কোণের শীর্ষবিন্দুগামী কোনো রশ্মি যদি কোণটিকে সমান দুটি সন্নিহিত কোণে বিভক্ত করে , তবে ওই রশ্মিকে ওই কোণের সমদ্বিখণ্ডক ( Bisector of an angle ) বলে ।

OC রশ্মি ∠AOB- কে দুটি ∠AOC ও ∠BOC- তে বিভক্ত করেছে ।
যদি ∠AOC = ∠BOC হয় , তবে OC হল ∠AOB- এর সমদ্বিখণ্ডক ।
অন্তর্দ্বিখন্ডক ও বহিঃ দ্বিখণ্ডক
অন্তঃকোণ – এর সমদ্বিখণ্ডককে অন্তর্দ্বিখন্ডক ( Internal angle bisector ) এবং বহিঃকোণের সমদ্বিখণ্ডককে বহিঃ দ্বিখণ্ডক ( External angle bisector ) বলে ।

∠AOC- এর বহিঃকোণ ∠BOC ; ∠AOY = ∠COY ও ∠BOX = ∠COX হলে OY হল অন্তর্দ্বিখণ্ডক এবং OX হল বহিঃদ্বিখণ্ডক ।
★ মনে রাখবে : কোনো কোণের অন্তর্দ্বিখন্ডক ও বহিঃ দ্বিখণ্ডক এর মধ্যবর্তী কোণ 90° ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা