গণিত

কোণের সমদ্বিখণ্ডক কাকে বলে

কোণের সমদ্বিখণ্ডক কাকে বলে

কোনো কোণের শীর্ষবিন্দুগামী কোনো রশ্মি যদি কোণটিকে সমান দুটি সন্নিহিত কোণে বিভক্ত করে , তবে ওই রশ্মিকে ওই কোণের সমদ্বিখণ্ডক ( Bisector of an angle ) বলে । 

Screenshot 20220617 2105332

OC রশ্মি ∠AOB- কে দুটি ∠AOC ও ∠BOC- তে বিভক্ত করেছে । 

যদি ∠AOC = ∠BOC হয় , তবে OC হল ∠AOB- এর সমদ্বিখণ্ডক ।  

অন্তর্দ্বিখন্ডক ও বহিঃ দ্বিখণ্ডক

অন্তঃকোণ – এর সমদ্বিখণ্ডককে অন্তর্দ্বিখন্ডক ( Internal angle bisector ) এবং বহিঃকোণের সমদ্বিখণ্ডককে বহিঃ দ্বিখণ্ডক ( External angle bisector ) বলে । 

Screenshot 20220617 2105333

∠AOC- এর বহিঃকোণ ∠BOC ; ∠AOY = ∠COY ও ∠BOX = ∠COX হলে OY হল অন্তর্দ্বিখণ্ডক এবং OX হল বহিঃদ্বিখণ্ডক ।

মনে রাখবে : কোনো কোণের অন্তর্দ্বিখন্ডক ও বহিঃ দ্বিখণ্ডক এর মধ্যবর্তী কোণ 90° ।

error: Content is protected !!