গণিত

অন্তঃকোণ ও বহিঃকোণ

অন্তঃকোণ ও বহিঃকোণ

একটি কোণের যে কোনো বাহুকে শীর্ষবিন্দু দিয়ে বর্ধিত করলে নতুন যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় , তাকে প্রথম কোণটির বহিঃকোণ ( External angle ) এবং প্রথম কোণটিকে বলা হয় অন্তঃকোণ ( Internal angle ) । 

Screenshot 20220617 2105331

∠AOB- এর AO বাহুকে C পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন ∠BOC হল বহিঃকোণ এবং ∠AOB হল অন্তঃকোণ । 

মনে রাখবে : অন্তঃকোণ ও বহিঃকোণ পরস্পর সম্পূরক কোণ হয় । কারণ অন্তঃকোণ + বহিঃকোণ = 180° 

error: Content is protected !!