গণিত

ঈমান 

Contents

ঈমান 

ঈমানের দুইটি মন্ত্র আছে । যথা — ঈমানে মোজাম্মেল ও ঈমানে মোফাচ্ছেল । 

ঈমানে মোজাম্মেল

Screenshot 20220617 205033

উচ্চারণ : আ – মানতু বিল্লাহি কামা হুওয়া বি – আসমাইহী ওয়া সিফাতিহী ওয়া কাবিলতু জামীয়া আহকামিহী ওয়া আরকানিহী ।  

অর্থ : সৰ্ব্বগুণ সম্পন্ন আল্লাহ তা’য়ালার উপর ঈমান আনিলাম ( বিশ্বাস স্থাপন করিলাম ) আর তাঁহার সমস্ত আদেশ ও বিধান কবুল করিলাম , অর্থাৎ ( গ্রহণ করিলাম ) ।  

ঈমানে মোফাচ্ছেল

Screenshot 20220617 205207

উচ্চারণ : আ – মানতু বিল্লাহি ও মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াওমিল আখেরি ওয়াল কাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তাআলা ওয়াল বা’ছি বা’দাল মাউত ।  

অর্থ  : আমি খোদা তায়ালার উপর তাঁর ফেরেশ্তাদের উপর , তাঁর কেতাব সমূহের উপর এবং তাঁর পয়গম্বরগণের উপর এবং শেষ দিনের ( কেয়ামতের ) উপর এবং খোদাতায়ালার ভাল – মন্দ কার্য্যের শক্তির উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনিলাম । ( বিশ্বাস স্থাপন করিলাম ) । ( পুনরায় জীবিত হওয়ার অর্থ পুনঃজন্ম লইয়া পৃথিবীতে আসা নয় , বরং কেয়ামতের দিন পুনর্জীবিত হইয়া নেকী বদীর হিসাব দেওয়া ) ।  

কালেমা ও ঈমান সম্বন্ধে হুকুম কি 

প্রত্যেকের কালেমা ও ঈমান জানা উচিত । মুখে পড়া ও দিলে বিশ্বাস করা ফরজ । মুসলমান হইবার জন্য ইহাই প্রথম ও সৰ্ব্ব প্রধান শর্ত । যে কালেমা এবং ঈমান মুখে পড়ে না এবং দিলে বিশ্বাস করে না , সে মুসলমান নহে । অতএব প্রত্যেকে পিতা মাতার উচিত যে , আপনাপন সন্তান-সন্ততিদিগকে বাল্য হইতেই কালেমা শিক্ষা দেন । 

error: Content is protected !!