বিপ্রতীপ কোণ কাকে বলে
বিপ্রতীপ কোণ কাকে বলে
দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় , তাদের মধ্যে পরস্পর বিপরীত দিকে অবস্থিত দুটি কোণকে বিপ্রতীপ কোণ ( Vertically opposite angle ) বলে ।

এখানে , AB ও CD সরলরেখা দুটি O বিন্দুতে পরস্পর ছেদ করেছে । ∠AOC ও ∠BOD এবং ∠AOD ও ∠COB হলো পরস্পর বিপ্রতীপ কোণ ।
★ মনে রাখবে : যে কোনো সরলরেখার জন্য বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয় ।