গণিত

সন্নিহিত কোণ কাকে বলে

সন্নিহিত কোণ কাকে বলে

একই শীর্ষবিন্দু বিশিষ্ট দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি সাধারণ বাহুর দুই দিকে অবস্থিত হলে , তাদের সন্নিহিত কোণ ( Adjacent angle ) বলে । 

images1
সন্নিহিত কোণ

এখানে , ∠AOB ও ∠BOC- এর শীর্ষবিন্দু O এবং OB হল সাধারণ বাহু । 

সেজন্য ∠AOB ও ∠BOC হল পরস্পর সন্নিহিত কোণ

মনে রাখবে : ∠AOB ও ∠BOC দুটি সন্নিহিত কোণ হলে আমরা লিখতে পারি- ∠AOB + ∠BOC = ∠AOC . 

error: Content is protected !!