পরিপূরক কোণ কাকে বলে

পরিপূরক কোণ কাকে বলে

দুটি কোণের সমষ্টি 360° হলে , তাদের একটিকে অন্যটির পরিপূরক কোণ বলে । 

যেমন– 60° + 300° = 360° 

PORIPUROK

∴ 60° ও 300° হল একে অপরের পরিপূরক কোণ । 

একইভাবে , 30° ও 330° , 90° ও 270° , 180° ও 180° হলে একে অপরের পরিপূরক কোণ । 

চিত্রে — ∠AOB + প্রবৃদ্ধ ∠AOB = 360° 

∴ ∠AOB ও প্রবৃদ্ধ ∠AOB হল একে অপরের পরিপূরক কোণ । 

লক্ষণীয় : 

( i ) 180° হল 180° -এর পরিপূরক । 

( ii ) যে-কোনো কোণ তার প্রবৃদ্ধ কোণ পরস্পর পরিপূরক । যেমন— ∠AOB ও প্রবৃদ্ধ ∠AOB পরস্পর পরিপূরক । 

তেমন— ∠XYZ ও প্রবৃদ্ধ ∠XYZ পরস্পর পরিপূরক । 

স্বপূরক কোণ কাকে বলে

যে কোণ নিজের সঙ্গে পূরক , তাকে স্বপূরক কোণ বলে । যেহেতু 45° + 45° = 90° 

তাই একমাত্র 45° হল স্বপূরক কোণ । 

স্বসম্পূরক কোণ কাকে বলে

যে কোণ নিজের সঙ্গে সম্পূরক , তাকে স্বসম্পূরক কোণ বলে । 

যেহেতু 90° + 90° = 180° 

তাই একমাত্র 90° হল স্বসম্পূরক কোণ ।

error: Content is protected !!