গণিত

পূরক কোণ ও সম্পূরক কোণ কাকে বলে

পূরক কোণ ও সম্পূরক কোণ কাকে বলে

পূরক কোণ কাকে বলে 

দুটি কোণের সমষ্টি 90° হলে , একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয় । 

যেমন – 10° , 80° ; যেহেতু 10° + 80° = 90° 

Screenshot 20220616 191506 removebg preview

∴ 10° ও 80° হল একে অপরের পূরক কোণ । 

তেমনি , 15° ও 75° ; 21° ও 69° ; 45° ও 45° ইত্যাদি ।

সম্পূরক কোণ কাকে বলে

দুটি কোণের সমষ্টি 180° হলে , একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে । 

যেমন— 20° ও 160° যেহেতু 20° + 160° = 180° 

Screenshot 20220616 191557 removebg preview1

∴ 20° ও 160° হল একে অপরের সম্পূরক কোণ । 

তেমনি , 30° ও 150° ; 90° ও 90° ইত্যাদি । 

চিত্রে ∠AOC + ∠BOC = ∠AOB = 180 ° , তাই ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ ।

error: Content is protected !!