পূরক কোণ ও সম্পূরক কোণ কাকে বলে
পূরক কোণ ও সম্পূরক কোণ কাকে বলে
পূরক কোণ কাকে বলে
দুটি কোণের সমষ্টি 90° হলে , একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয় ।
যেমন – 10° , 80° ; যেহেতু 10° + 80° = 90°

∴ 10° ও 80° হল একে অপরের পূরক কোণ ।
তেমনি , 15° ও 75° ; 21° ও 69° ; 45° ও 45° ইত্যাদি ।
সম্পূরক কোণ কাকে বলে
দুটি কোণের সমষ্টি 180° হলে , একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে ।
যেমন— 20° ও 160° যেহেতু 20° + 160° = 180°

∴ 20° ও 160° হল একে অপরের সম্পূরক কোণ ।
তেমনি , 30° ও 150° ; 90° ও 90° ইত্যাদি ।
চিত্রে ∠AOC + ∠BOC = ∠AOB = 180 ° , তাই ∠AOC ও ∠BOC পরস্পর সম্পূরক কোণ ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা