গণিত

প্রবৃদ্ধ কোণ কাকে বলে

প্রবৃদ্ধ কোণ কাকে বলে

যে কোণের মান 180° অপেক্ষা বড়ো কিন্তু 360° অপেক্ষা কম , তাকে প্রবৃদ্ধ কোণ বলে । 

PROBIDHHO

এখানে চিহ্নিত ∠POQ হল প্রবৃদ্ধ কোণ । 

সম্পূর্ণ কোণ কাকে বলে

যে কোণের মান 360° তাকে সম্পূর্ণ বা পূর্ণ কোণ বলে । 

PROBIDHHO 1

এখানে ∠AOB = 360° 

যখন , কোনো কোণের একটি ধারক বাহু অপর ধারক বাহুর ওপর সমাপতিত হয় তখন 360° বা সম্পূর্ণ কোণ উৎপন্ন হয় ।

error: Content is protected !!