গণিত

কোণ কাকে বলে

Contents

কোণ কাকে বলে

দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র গঠিত হয় , তাকে কোণ ( Angle ) বলে । দুই ধারক বাহুর মধ্যবর্তী অংশকে বলা হয় কোণের পরিমাণ । 

Screenshot 20210127 1002182
কোণ ( Angle )

BAC হল কোণ বা ∠BAC

কোণের দুটি অংশ । যথা— ( i ) বাহু এবং ( ii ) শীর্ষবিন্দু ।

বাহু কাকে বলে

যে দুটি রেখাংশের মিলনের ফলে কোণ উৎপন্ন হয় , তাদেরকে বলা হয় বাহু ( Arm ) । 

চিত্রে ∠BAC- এর AB ও AC হল দুটি বাহু । 

শীর্ষবিন্দু কাকে বলে

রেখাংশ দুটি যে বিন্দুতে মিলিত হয়ে কোণটি উৎপন্ন করে , সেই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু ( Vertex ) বা কৌণিক বিন্দু । 

চিত্রে A হল শীর্ষবিন্দু ।

কোণের নামকরণের নিয়ম

যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুকে মাঝখানে লিখতে হয় । তার দুই পাশে ধারক বাহু দুটির অপর প্রান্তবিন্দু দুটি লিখতে হয় । 

চিত্রে ∠BAC ও ∠CAB একই কোণ বোঝায় । 

মনে রেখো : কোণ দ্বিমাত্রিক

কোণ পরিমাপের একক 

সাধারণত কোণ পরিমাপ করা হয় ডিগ্রি ( Degree ) ও রেডিয়ান ( Radian ) এককে । 

এক সমকোণের 90 ভাগের এক ভাগকে বলে এক ডিগ্রি ( 1° ) । আবার ডিগ্রিকে মিনিট , সেকেন্ডে ভাগ করা হয় । 

যেমন— 1 সমকোণ = 90° 

1 ডিগ্রি ( 1° ) = 60 মিনিট ( 60` ) 

1 মিনিট ( 1′ ) = 60 সেকেন্ড ( 60″ ) 

রেডিয়ান বলতে বোঝায় — কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে , তার পরিমাণকে বলে এক রেডিয়ান বা 1c । 

রেডিয়ান ও ডিগ্রির মধ্যে সম্পর্ক 

180° = πc ( পাই রেডিয়ান )

error: Content is protected !!