সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক

সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক

( i ) একটি সমতলে অসংখ্য সরলরেখা আঁকা যায় ।

( ii ) দুটি সমতল পরস্পর ছেদ করলে একটি সরলরেখা গঠিত হয় । 

( iii ) অসংখ্য সরলরেখা পাশাপাশি অবস্থান করে একটি সমতল গঠিত হয় । 

( iv ) একটি সরলরেখা একটি সমতলকে কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করতে পারে । 

( v ) একটি সমতলকে সীমাবদ্ধ করতে কমপক্ষে তিনটি সরলরেখার প্রয়োজন । 

( vi ) একটি সরলরেখার অন্তত দুটি বিন্দু যদি একটি সমতলের ওপর অবস্থান করে , তবে ওই সরলরেখার প্রতিটি বিন্দু ওই তলের ওপর অবস্থান করবে ।

error: Content is protected !!