গণিত

রেখা ও বিন্দুর মধ্যে পার্থক্য 

রেখা ও বিন্দুর মধ্যে পার্থক্য 

রেখাবিন্দুর পার্থক্য গুলি হলㅡ

রেখা :

( i ) রেখা একমাত্রিক । 

( ii ) রেখা হল তলের সীমা । 

( iii ) পরস্পর সমাপতিত দুটি বিন্দুকে যে পথ বরাবর দুই দিকে সরানো যায় , সেই পথ বরাবর একটি রেখার সৃষ্টি হয় । 

( iv ) দুটি তল পরস্পর মিলিত হলে একটি রেখা উৎপন্ন হয় ।

বিন্দু :

( i ) বিন্দু শূন্যমাত্রিক । 

( ii ) বিন্দু হল রেখার সীমা । 

( iii ) রেখার দুই প্রান্তের দুটি বিন্দুকে একে অপরের ওপর সমাপতিত করলে একটি বিন্দুর সৃষ্টি হয় । 

( iv ) দুটি রেখা পরস্পর মিলিত হলে একটি বিন্দু উৎপন্ন হয় ।

error: Content is protected !!