রেখা রেখাংশ ও রশ্মির পার্থক্য
Contents
রেখা রেখাংশ ও রশ্মির পার্থক্য
রেখা , রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য গুলি হলো –
রেখা :
( i ) রেখার কোনো প্রান্তবিন্দু নেই ।
( ii ) রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই ।
( iii ) রেখাকে উভয়দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা যায় ।
( iv ) দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি রেখা আঁকা সম্ভব ।
রেখাংশ :
( i ) রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে ।
( ii ) রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে ।
( iii ) রেখাংশের দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকায় , তাকে আর বর্ধিত করা যায় না ।
( iv ) দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি রেখাংশ আঁকা সম্ভব ।
রশ্মি :
( i ) রশ্মির একটি প্রান্তবিন্দু আছে ।
( ii ) রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই ।
( iii ) রশ্মি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত ।
( iv ) দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি রশ্মি আঁকা সম্ভব ।