গণিত

সরলরেখা ও বক্ররেখার পার্থক্য 

Contents

সরলরেখা ও বক্ররেখার পার্থক্য 

সরলরেখা ও বক্ররেখার মধ্যে মিল 

( i ) উভয়েই একমাত্রিক । 

( ii ) একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা ও বক্ররেখা উভয়ই টানা যায় ।

( iii ) উভয় রেখা পরস্পর ছেদ করতেও পারে আবার নাও ছেদ করতে পারে । 

সরলরেখা ও বক্ররেখার মধ্যে পার্থক্য

সরলরেখা :

( i ) সরলরেখা দিক পরিবর্তন করে না । 

( ii ) দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা টানা যায় । 

( iii ) দুটি সরলরেখা কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করতে পারে । 

( iv ) দুটি বিন্দুর মধ্যবর্তী সরলরেখা বরাবর দূরত্ব হল ক্ষুদ্রতম । 

( v ) একটি সামতলিক ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে অন্তত তিনটি রেখাংশ প্রয়োজন ।

বক্ররেখা : 

( i ) বক্ররেখা দিক পরিবর্তন করে । 

( ii ) দুটি বিন্দু দিয়ে একাধিক বক্ররেখা টানা যায় । 

( iii ) দুটি বক্ররেখা একাধিক বিন্দুতে ছেদ করতে পারে । 

( iv ) দুটি বিন্দুর মধ্যবর্তী বক্ররেখা বরাবর দূরত্ব সর্বদা সরলরেখা বরাবর দূরত্ব অপেক্ষা বৃহত্তর । 

( v ) একটি বক্ররেখাংশ একটি সামতলিক ক্ষেত্রকে সীমাবদ্ধ করতে পারে ।

error: Content is protected !!