রশ্মি কাকে বলে
রশ্মি কাকে বলে
এক প্রান্ত বিশিষ্ট যার কেবলমাত্র দৈর্ঘ্য আছে , প্রস্থ ও উচ্চতা নেই এবং একবিন্দু থেকে অন্য বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করে না , তাকে রশ্মি বলে ।

রশ্মির বৈশিষ্ট্য
( i ) রশ্মি একমাত্রিক ।
( ii ) রশ্মির একটি প্রান্তবিন্দু আছে ।
( iii ) রশ্মি অসীম পর্যন্ত বিস্তৃত ।
( iv ) রশ্মির দৈর্ঘ্য অনির্ণেয় ।
( v ) দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি রশ্মি টানা যায় ।
রশ্মির নামকরণের নিয়ম
যেহেতু রশ্মির একটি প্রান্ত বিশিষ্ট অপর প্রান্ত অসীম পর্যন্ত বিস্তৃত তাই , যে দিকটি অসীম পর্যন্ত বিস্তৃত সেই দিকে তির চিহ্নের অভিমুখ হবে । যেমন –
