গণিত

রেখা কাকে বলে

Contents

রেখা কাকে বলে

যার কেবলমাত্র দৈর্ঘ্য আছে , কোনো প্রস্থ ও উচ্চতা নেই , তাকে রেখা বলে । যেহেতু রেখার কেবলমাত্র একটি মাত্রা ( দৈর্ঘ্য ) আছে , তাই রেখা একমাত্রিক ।  

আমরা পেনসিল বা পেন দিয়ে যে রেখা অঙ্কন করি তার দৈর্ঘ্য যেমন আছে তেমনি কিছুটা প্রস্থও আছে । তাই আমরা বলতে পারি যে , প্রকৃত রেখা অঙ্কন করা সম্ভব নয় । 

রেখা

রেখা কত প্রকার

রেখা দুই প্রকার । যথা— ( i ) সরলরেখা ( Straight line ) এবং ( ii ) বক্ররেখা ( Curved line ) ।

সরলরেখা কাকে বলে

যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করে না , তাকে সরলরেখা বলে ।

বক্ররেখা কাকে বলে

যে রেখা একবিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে দিক পরিবর্তন করে , তাকে বক্ররেখা বলে ।

error: Content is protected !!