গণিত

শঙ্কু কাকে বলে

শঙ্কু কাকে বলে

যে সকল ঘনবস্তুর ভূমিতল বৃত্তাকার ও সমতল এবং ভূমির ওপরের দিকের পৃষ্ঠতলের পরিধি ক্রমশ কমতে কমতে একটি বিন্দুতে পরিণত হয়েছে , তাদের শঙ্কু বলে । 

শঙ্কুর উদাহরণ — মোচার অগ্রভাগ , রাজমিস্ত্রীর ওলন , তেল ঢালা ফানেল , পেনসিলের অগ্রভাগ ইত্যাদি ।

Screenshot 20220609 183424 1

ABCDE হল একটি শঙ্কু যার ABCD হল সমতলীয় বৃত্তাকার ভূমি । E- কে বলা হয় শীর্ষবিন্দু ।

লম্ব বৃত্তাকার শঙ্কু ( Right Circular Cone )

যে শঙ্কুর বৃত্তাকার ভূমির কেন্দ্রের ওপর অঙ্কিত লম্বটি শঙ্কুর শীর্ষবিন্দুগামী হয় , তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে । যেমন — রাজমিস্ত্রীর ওলন । 

Screenshot 20220609 1834241

চিত্রে CD ⊥ AB , যেখানে D হল বৃত্তাকার ভূমির কেন্দ্র ।

শঙ্কুর বৈশিষ্ট্য

( i ) শঙ্কুর ভূমিতল সমতলীয় বৃত্তাকার । 

( ii ) এর পার্শ্বতল বক্রাকার । 

( iii ) এর তলসংখ্যা দুটি , একটি সমতল ও একটি বক্রতল । 

( iv ) শঙ্কুর শীর্ষবিন্দু একটি । 

( v ) লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির কেন্দ্রের ওপর অঙ্কিত লম্ব শঙ্কুটির শীর্ষবিন্দুগামী ।

error: Content is protected !!