চোঙ কাকে বলে 

Contents

চোঙ কাকে বলে 

যে সকল ঘনবস্তুর দুটি প্রান্ততল বৃত্তাকার এবং যারা পরস্পর সমান্তরালভাবে অবস্থিত , তাদের চোঙ বলে । চোঙের উদাহরণ — জলের পাইপ , রোলার , টিউব লাইট , বাড়ির গোলাকার থাম ইত্যাদি ।

IMG 20220609 181211

ABCD ও PQRS সমান্তরালভাবে অবস্থিত দুটি বৃত্তাকার প্রান্ততল বিশিষ্ট একটি চোঙ । বৃত্তাকার প্রান্ততল দুটি সমতল এবং পার্শ্বতলটি বক্রতল ।

লম্ব বৃত্তাকার চোঙ ( Right Circular Cylinder ) 

যে চোঙের পার্শ্বতলটি সমান্তরালভাবে অবস্থিত দুটি বৃত্তাকার তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত , তাকে লম্ব বৃত্তাকার চোঙ বলে ।

গঠন অনুযায়ী চোঙের শ্রেণিবিভাগ

নিরেট চোঙ ( Solid cylinder ) : 

যে চোঙের পুরো অংশ কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত , তাকে নিরেট চোঙ বলে । যেমন গোলাকার পেনসিল , লোহার রড ইত্যাদি । 

ফাঁপা চোঙ ( Hollow cylinder ) : 

যে চোঙের বাইরের অংশটি কঠিন পদার্থ দ্বারা নির্মিত কিন্তু ভিতরের অংশটি ফাঁকা , তাকে ফাঁপা চোঙ বলে । যেমন — জলের পাইপ , স্ট্র , খালি রিফিল ইত্যাদি ।

চোঙের বৈশিষ্ট্য 

( i ) চোঙের দুই প্রান্ত বৃত্তাকার । 

( ii ) বৃত্তাকার প্রান্ততল দুটি সমান্তরালভাবে অবস্থিত । 

( iii ) পার্শ্বতল বক্রাকার । 

( iv ) মোট তলসংখ্যা তিনটি , যার মধ্যে দুটি সমতল ও একটি বক্রতল । 

( v ) লম্ব বৃত্তাকার চোঙের বক্রাকার পার্শ্বতল দুই প্রান্ততলের সঙ্গে লম্বভাবে অবস্থিত । 

error: Content is protected !!