গোলক কাকে বলে
Contents
গোলক কাকে বলে
একটিমাত্র বক্রতল দ্বারা বেষ্টিত যে সকল ঘনবস্তুর বক্রতলটি অন্তঃস্থ একটি বিন্দু থেকে সর্বদা সমান দূরত্বে অবস্থান করে , তাদের গোলক বলে ।
গোলকের উদাহরণ — বল , মার্বেল , গ্লোব ইত্যাদি ।

চিত্রে অঙ্কিত গোলকটির বক্রতলের ওপর A , B , C যে কোনো তিনটি বিন্দু । গোলকের ভিতর একটি নির্দিষ্ট বিন্দু O থেকে A , B , C এর দূরত্ব সমান । অর্থাৎ , OA = OB = OC ।
গোলকের গঠনগত শ্রেণিবিভাগ
নিরেট গোলক ( Solid sphere ) :
যে গোলকের সমগ্র অংশ কোনো কঠিন পদার্থ দ্বারা নির্মিত এবং ভিতরে কোনো ফাঁকা অংশ থাকে না , তাকে নিরেট গোলক বলে । যেমন — রসগোল্লা , ক্রিকেটের ডিউস বল ইত্যাদি ।
ফাঁপা গোলক ( Hollow sphere ) :
যে গোলকের ভিতরের অংশটি ফাঁকা তাকে ফাঁপা গোলক বলে । যেমন — গ্লোব , ফুটবল ইত্যাদি ।
অর্ধগোলক ( Hemi sphere ) :
একটি গোলককে সমান দুটি অংশে ভাগ করলে , প্রতিটি অংশকে বলে অর্ধগোলক । যেমন — বাটি , অর্ধেক লেবু ইত্যাদি ।
গোলকের বৈশিষ্ট্য
( i ) গোলকের তল একটি ।
( ii ) এর কোনো ধার ও কোণ নেই ।
( iii ) এর তলটি বক্রতল ।
( iv ) বক্রতলটি গোলকের ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত ।