প্রিজম এর সংজ্ঞা
প্রিজম এর সংজ্ঞা
দুটি সমান্তরাল ও সর্বসম বহুভুজাকার প্রান্ত তলবিশিষ্ট যে সমস্ত ঘনবস্তুর পার্শ্বীয় সমতলগুলি সামান্তরিক ক্ষেত্রবিশিষ্ট , তাদের প্রিজম বলে ।

প্রিজম এর উদাহরণ — তিনকোণা বা ছয়কোণা বিশিষ্ট নতুন পেনসিল , পরীক্ষাগারের কাঁচের প্রিজম ।
ABCPQR হল ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট প্রিজম । ABC ও PQR ত্রিভুজাকৃতি প্রান্ত তলদুটি পরস্পর সর্বসম এবং সমান্তরাল । ABQP , ACRP এবং BCRQ হল তিনটি পার্শ্বতল যারা সামান্তরিক ক্ষেত্র বিশিষ্ট ।
লম্ব প্রিজম
যে প্রিজমের তলগুলি ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থান করে , তাকে লম্ব প্রিজম বলে ।
লম্ব প্রিজমের বৈশিষ্ট্য
( i ) প্রান্ত তলদুটি সমান্তরাল ও সর্বসম বহুভুজাকার ।
( ii ) প্রিজেমর পার্শ্বতলগুলি সামান্তরিক ক্ষেত্রবিশিষ্ট সমতল ।
( iii ) লম্ব প্রিজমের পার্শ্বতলগুলি এক একটি আয়তাকার ।
( iv ) প্রান্তীয় তলের আকার অনুযায়ী প্রিজমের নাম হয় , যেমন — ত্রিভুজ প্রিজম , চতুর্ভূজ প্রিজম , ষড়ভুজ প্রিজম , ইত্যাদি ।
( v ) চতুর্ভুজ প্রিজমে কৌণিক বিন্দু আটটি , তল ছয়টি এবং ধারের সংখ্যা 12 টি ।
( vi ) চতুর্ভুজ , প্রিজম ও আয়তঘন আকারগত দিক থেকে একই ।