পিরামিড কাকে বলে
পিরামিড কাকে বলে
যে সকল ঘনবস্তুর ভূমি বহুভুজাকার এবং পার্শ্বস্থ ত্রিভূজাকৃতি তলগুলি একটি বিন্দুতে মিলিত হয়েছে , তাদের পিরামিড বলে । যেমন — মিশরের পিরামিড ।

ABCDE একটি চতুর্ভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিড । এর ABCD ভূমি । ABE , BCE , CDE ও ADE একই শীর্ষবিন্দু বিশিষ্ট চারটি ত্রিভুজাকৃতি পার্শ্বতল । AB , BC , CD , DA , AE , BE , CE ও DE হল মোট আটটি ধার । A , B , C , D ও E হল পাঁচটি কোণ ।
পিরামিডের বৈশিষ্ট্য
( i ) পিরামিডের ভূমি সমতলীয় বহুভুজ ।
( ii ) ত্রিভুজাকৃতি পার্শ্বতলগুলি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে ।
( iii ) পিরামিডের ভূমি ত্রিভুজাকার হলে সেটি একটি চতুস্তলক হবে ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা