গণিত

চতুস্তলক কাকে বলে

চতুস্তলক কাকে বলে

ত্রিভুজাকৃতি চারটি সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুকে বলা হয় চতুস্তলক ।

Screenshot 20220608 202728
চতুস্তলক কাকে বলে

ABCD একটি চতুস্তলক । ABC , ABD , BCD ও ACD চারটি ত্রিভুজাকৃতি সমতল । এর কোণ চারটি A , B , C ও D এবং ছয়টি ধার AB , BC , CA , AD , BD ও CD । ABC- কে ভূমি এবং D- কে শীর্ষবিন্দু বলে ।

সুষম বা লম্ব চতুস্তলক ( Regular Tetrahedron ) 

যে চতুস্তলকের চারটি তলই সমবাহু ত্রিভুজ , তাকে সুষম বা লম্ব চতুস্তলক বলে ।

চতুস্তলকের বৈশিষ্ট্য 

( i ) চারটি তলই ত্রিভুজাকার । 

( ii ) শীর্ষবিন্দু চারটি , ধার ছয়টি । 

( iii ) সুষম চতুস্তলকের চারটি তল সমবাহু ত্রিভুজ । ছয়টি ধার সমদৈর্ঘ্যের ।

( iv ) সুষম চতুত্তলকের চারটি তল পরস্পর সর্বসম ত্রিভুজ । 

( v ) শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব টানা হলে লম্ব বিন্দু থেকে ভূমির প্রতিটি শীর্ষবিন্দুর দূরত্ব সমান এবং প্রতিটি বাহু সমান দূরত্বে অবস্থিত । 

error: Content is protected !!