ঘনক কাকে বলে
ঘনক কাকে বলে
ছয় তলবেষ্টিত যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা তিনটি মাত্রাই পরস্পর সমান , তাদের ঘনক বলে ।
ঘনক এর উদাহরণ— লুডোর ছক্কা ।

ABCDEFGH একটি ঘনক । যার বারোটি ধার AB , BC , CD , DA , EF , FG , BG , GH , AF , CH , DE , EH সমান ।
ঘনকের বৈশিষ্ট্য
( i ) ঘনকের বর্গাকার ছয়টি তলই সমান ।
( ii ) তলগুলি বিপরীত তলের সঙ্গে সমান্তরাল এবং পার্শ্বস্থ তলের সঙ্গে সমকোণে অবস্থান করে ।
( iii ) এর আটটি কৌণিক বিন্দু , বারোটি সমান দৈর্ঘ্যের ধার এবং চারটি সমান দৈর্ঘ্যের কর্ণ আছে ।
( iv ) প্রতিটি কৌণিক বিন্দুতে যে তিনটি ধার মিলিত হয়েছে তারা প্রত্যেকে অপরটির সঙ্গে সমকোণে নত ৷
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা