জ্যামিতি বাক্স ও তার ব্যবহার
Contents
জ্যামিতি বাক্স ও তার ব্যবহার
জ্যামিতির বিভিন্ন চিত্র আঁকার জন্য , সরল রেখাংশের দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ করার জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় । যন্ত্রপাতিগুলি একটি বিশেষ বাক্সে রাখা থাকে , সেই বাক্সটিকে ‘ জ্যামিতি বাক্স ‘ বলে ।

জ্যামিতি বাক্সে যেসব যন্ত্রপাতি থাকে , সেগুলি হল—
( i ) একটি স্কেল ( Scale বা Ruler )
( ii ) একটি কাঁটা কম্পাস ( Divider )
( iii ) একটি পেনসিল কম্পাস ( Pencil Compass )
( iv ) চাঁদা ( Protractor )
( v ) দুটি ত্রিকোণী ( Two set squares )
( vi ) একটি রবার ( Erasser ) ।
স্কেলের ব্যবহার
( i ) রেখাংশ বা নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করা যায় ।
( ii ) যে কোনো দুটি প্রদত্ত বিন্দুর দূরত্ব নির্ণয় বা রেখাংশ দ্বারা যোগ করা যায় ।
( iii ) কোনো প্রদত্ত রেখাংশকে নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি করা যায় ।
( iv ) একটি স্কেলের একদিকে সেন্টিমিটার এবং অন্যদিকে ইঞ্চি দাগ কাটা থাকে । প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্য আবার সমান দশ ভাগে ভাগ করা থাকে । অর্থাৎ , প্রতিটি ক্ষুদ্র ঘরের দুরত্ব এক মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার ।
স্কেল ব্যবহারের সতর্কতা :
( i ) স্কেলটিকে যে কাগজের ওপর বসাতে হবে সেই কাগজটি অবশ্যই একটি সমতলে থাকবে ।
( ii ) স্কেলটি কাগজের ওপর বসানোর পর যেন নড়ে না যায় ।
( iii ) দুই চোখ স্কেলের ওপর লম্বভাবে রেখে দাগ টানতে হবে ।
( iv ) নির্দিষ্ট রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ বা নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ , অঙ্কন করতে হলে , সর্বদা স্কেলের 0 ( শূন্য ) নির্দেশিত দাগ থেকে শুরু করতে হবে ।
কাঁটা কম্পাসের ব্যবহার
( i ) প্রদত্ত রেখাংশের সমান একটি রেখাংশ অঙ্কন করা যায় ।
( ii ) প্রদত্ত দুটি রেখাংশের মধ্যে তুলনা করা যায় , কোনটি বড়ো এবং কোনটি ছোটো ।
( iii ) একটি সরলরেখা থেকে নির্দিষ্ট দৈর্ঘ্যের নির্দিষ্ট সংখ্যক রেখাংশে বিভক্ত করা যায় ।
( iv ) একটি রেখাংশকে উভয়দিকে নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত বর্ধিত করা যায় ।
পেনসিল কম্পাসের ব্যবহার
( i ) নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত , অর্ধবৃত্ত ও বৃত্তচাপ অঙ্কন করা যায় ।
( ii ) নির্দিষ্ট সরল রেখাংশের সমান অংশ কাটতে ব্যবহার করা হয় ।
( iii ) সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করা যায় ।
( iv ) কোনো কোণকে সমদ্বিখণ্ডিত করা যায় ।
( v ) নির্দিষ্ট পরিমাপের কোণ অঙ্কন করা যায় ।
চাঁদার ব্যবহার
( i ) 0° — 180° পর্যন্ত যে কোনো পরিমাপের কোণ অঙ্কন করা যায় ।
( ii ) প্রদত্ত যে কোনো কোণ পরিমাপ করা যায় ।
( iii ) নির্দিষ্ট কোণের সমান করে অপর একটি কোণ অঙ্কন করা যায় ।
চাঁদা ব্যবহারের সতর্কতা :
চাঁদার বৃত্তাকার ধার বরাবর 0°-180° ও 180°-0° কোণ পরিমাপ সূচক স্কেল কাটা থাকে । প্রদত্ত সরলরেখার ওপর কোনো বিন্দুতে অঙ্কিত কোণটি যে দিকে বৃদ্ধি পাচ্ছে , চাঁদার সেই দিকের ক্রমবর্ধমান কোণের পরিমাপ সূচক স্কেল অনুসরণে করতে হবে ।
ত্রিকোণী
জ্যামিতি বাক্সে দুই প্রকারের ত্রিকোণী থাকে ।
একটির আকার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ । এদের বৃহত্তম কোণটি সমকোণ । এই ত্রিকোণীর তিনটি কোণের মান হল 90° , 45° ও 45° ।
অপর ত্রিকোণীর সমকোণ এর একটি ধারক বাহুর দৈর্ঘ্য অপর ধারক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ । বৃহত্তম কোণের মান 90° , অপর দুটি কোণের মান 60° ও 30° ।
ত্রিকোণীর ব্যবহার :
( i ) ত্রিকোণী দুটির সাহায্যে 90° , 60° , 45° ও 30° কোণ আঁকা যায় ।
( ii ) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায় ।
( iii ) একটি রেখাংশের ওপর লম্বভাবে অবস্থিত নির্দিষ্ট বিন্দুগামী অপর একটি রেখাংশ অঙ্কন করা যায় ।
( iv ) একটি সরলরেখার সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত যতগুলি খুশি সরলরেখা টানা যায় ।
( v ) আয়তক্ষেত্র , সামান্তরিক , বর্গক্ষেত্র ও রম্বস আঁকা যায় ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা