জ্যামিতি পাঠের প্রয়োজনীয়তা 

জ্যামিতি পাঠের প্রয়োজনীয়তা 

নিম্নলিখিত কারণগুলির জন্য জ্যামিতি পাঠ অত্যন্ত প্রয়োজনীয় 一

( i ) জমির পরিমাপ বা জমি জরিপের জন্য জ্যামিতির জ্ঞান প্রয়োজন । 

( ii ) বস্তুর গঠন , আকার – আকৃতি , ক্ষেত্রফল , আয়তন ইত্যাদি সম্পর্কে ধারনা লাভ ও ধারনা বিনিময় করার জন্য জ্যামিতির জ্ঞান প্রয়োজন । 

( iii ) বাড়ি , রাস্তা , রেলপথ নির্মাণের জন্য জ্যামিতির জ্ঞান দরকার । 

( iv ) প্রাচীন স্থাপত্য রক্ষণাবেক্ষণের জন্য জ্যামিতির জ্ঞান প্রয়োজন । 

( v ) সুদক্ষ চিত্রশিল্পী , প্রযুক্তিবিদ , কারিগরিবিদ হতে হলে জ্যামিতিতেও দক্ষ হতে হবে । 

( vi ) জ্যামিতি চর্চা করলে বুদ্ধিবৃত্তি ও যুক্তি ক্ষমতা বৃদ্ধি পায় ।

error: Content is protected !!