পেট্রো রাসায়নিক শিল্প কাকে বলে
পেট্রো রাসায়নিক শিল্প কাকে বলে

খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথা এবং প্রাকৃতিক গ্যাস থেকে যেসব রাসায়নিক ও যৌগিক পদার্থ ( Chemicals and compounds ) উৎপাদিত হয় , যেমন— প্রোপেন , বুটেন , ইথেন , মিথেন , হেক্সেন , পেনটেন , বেনজল , বুটাডিন , ইথাইনল , প্রোপাইলিন প্রভৃতি কাঁচামাল হিসাবে ব্যবহার করে যে শিল্পে কৃত্রিম তন্তু ( পলিয়েস্টার নাইলন প্রভৃতি ) , প্লাস্টিক , রং , কৃত্রিম রবার , কীটনাশক , আঠা , ওষুধ , সুগন্ধি দ্রব্য প্রভৃতি বহুরকম জিনিস বা এগুলির কাঁচামাল উৎপাদিত হয় , তাকে পেট্রো রাসায়নিক শিল্প বলে ।
বস্তুত পেট্রো রাসায়নিক কারখানায় যে কত রকমের জিনিস উৎপন্ন হতে পারে এবং ওইসব উৎপন্ন সামগ্রীর ওপর ভিত্তি করে আরও যে কত অনুসারী শিল্প ( Subsidiary industries ) গড়ে উঠতে পারে — তার সঠিক সংখ্যা বলা কঠিন । এজন্যই বর্তমানে পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব ( Modern industrial giant ) বলা হয় ।
পেট্রো রাসায়নিক শিল্পের কাঁচামাল
পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামাল দুটি— ( ১ ) প্রাকৃতিক গ্যাস এবং ( ২ ) ন্যাপথা । প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় খনি থেকে । এছাড়া খনিজ তেল শোধনাগারে উৎপাদিত গ্যাসও কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় । আর ন্যাপথা হল খনিজ তেলের উপজাত দ্রব্য ।
এই প্রাকৃতিক গ্যাস ও ন্যাপথা থেকে বিভিন্ন প্রকার জটিল প্রক্রিয়ার মাধ্যমে কতকগুলি রাসায়নিক ও যৌগিক পদার্থ ( Chemicals and compounds ) উৎপাদিত হয় , যেমন — প্রোপেন , বুটেন , ইথেন , মিথেন , হেক্সেন , পেনটেন , বেনজল , বুটাডিন , ইথাইনল , প্রোপাইলিন প্রভৃতি এবং প্রকৃতপক্ষে এগুলিই পেট্রো রসায়নিক শিল্পের কাঁচামাল । এগুলি থেকে নানারকম প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকার পেট্রো রাসায়নিক দ্রব্য উৎপাদিত হয় ।