ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্প
ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্প
মোটরগাড়ি নির্মাণ শিল্পে বাস , ট্রাক , জিপগাড়ি , মোটরগাড়ি প্রভৃতি তৈরি হয় । স্বাধীনতার আগে আমাদের দেশে কেবলমাত্র আমদানি করা যন্ত্রাংশ জুড়ে এই ধরনের যানবাহন তৈরি করা হত । প্রকৃতপক্ষে স্বাধীনতার পর থেকেই দেশে এই শিল্পের ব্যাপক উন্নতি হয় । ১৯৪৭ সালে প্রথম মুম্বাই এর কাছে কুরলায় মোটরগাড়ি নির্মাণ কারখানা প্রিমিয়ার অটোমোবাইলস লিঃ গড়ে ওঠে এবং তারপর ১৯৪৮ সালে কলকাতার কাছে হিন্দমোটর এ ( উত্তরপাড়া ) হিন্দুস্থান মোটরস লিঃ কারখানা স্থাপিত হয় । এর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বহু মোটরগাড়ি নির্মাণ কারখানা গড়ে ওঠে ।
বর্তমানে এই শিল্পটি দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছে । সাধারণভাবে দেখা যায় ( ১ ) যেহেতু মোটরগাড়ি নির্মাণ শিল্পে কাঁচামাল হিসাবে প্রচুর পরিমাণে ইস্পাত ব্যবহৃত হয় , তাই লোহা-ইস্পাত কারখানার কাছাকাছি এই শিল্পটি গড়ে ওঠে । আর ( ২ ) নিকটবর্তী অঞ্চলে যদি গাড়ির টায়ার , টিউব , ব্যাটারি , রং এবং অন্যান্য উপকরণ তৈরির কারখানা থাকে তাহলে স্থানটি অবশ্যই এই শিল্প স্থাপনের আদর্শ স্থান হিসাবে বিবেচিত হয় ।
এছাড়া ( ৩ ) কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানি ও গাড়ি রপ্তানির বিশেষ সুবিধা পাওয়া যায় বলে বন্দর শহরগুলিতেও এই শিল্পের বিশেষ উন্নতি হয় । অবশ্য ( ৪ ) সাম্প্রতিক বছরগুলিতে মোটরগাড়ি নির্মাণ কারখানার অবস্থানে চাহিদা বা বাজারের আকর্ষণ চোখে পড়ে । যেমন — বড়ো শহরগুলিতে মোটরগাড়ি , বাস , ট্রাক প্রভৃতির বিপুল চাহিদা থাকে , তাই ওইসব স্থানে এই শিল্পের বিশেষ উন্নতি হয়েছে ।
ভারতে বর্তমানে দুই ধরনের গাড়ি নির্মিত হয় — বাণিজ্যিক গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি , যথা— মোটরগাড়ি । এর মধ্যে ৯ টি কোম্পানি বাস , ট্রাক প্রভৃতি বাণিজ্যিক গাড়ি নির্মাণ করে , যেমন — মুম্বাইয়ের কাছে ( ১ ) টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোঃ লিঃ বা সংক্ষেপে টেলকো , ( ২ ) প্রিমিয়ার অটোমোবাইলস এবং ( ৩ ) মাহীন্দ্রা অ্যান্ড মাহীন্দ্রা লিঃ ; চেন্নাইয়ের ( ৪ ) অশোক লেল্যান্ড লিঃ এবং ( ৫ ) হিন্দুস্থান মোটর লিঃ , পুনার ( ৬ ) বাজাজ টেম্পো লিঃ প্রভৃতি ।
এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের জব্বলপুর কারখানায় ‘ শক্তিমান ট্রাক ’ ও ‘ নিসান জিপ ’ তৈরি হয় । ভারতে বর্তমানে ১৫ টি সংস্থা যাত্রীবাহী গাড়ি , বিশেষত মোটরগাড়ি ও জিপ তৈরি করে । এগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হরিয়ানার গুরগাঁও এ অবস্থিত মারুতি উদ্যোগ লিঃ । চেন্নাই এবং কলকাতার কাছে হিন্দমোটর এর ‘ হিন্দুস্থান মোটরস লিমিটেড ’ , মুম্বাইয়ের ‘ প্রিমিয়ার অটোমোবাইলস ’ , চেন্নাইয়ের ‘ হিন্দুস্থান মোটর লিঃ ‘ , বাঙ্গালোরের ‘ সানারাইস ইন্ডাস্ট্রিস ‘ প্রভৃতি কারখানাতেও যাত্রীবাহী গাড়ি তৈরি হয় ।
এছাড়া চেন্নাইয়ের ‘ হুন্ডাই মোটরস ইন্ডিয়া ’ , উত্তরপ্রদেশের সুরজপুরের ‘ দেউ মোটরস ইন্ডিয়া লিঃ ‘ , পুনার কাছে পিস্প্রির ‘ টেলকো ’ কারখানাতে যাত্রীবাহী গাড়ি নির্মিত হয় । বর্তমানে আমাদের দেশ থেকে প্রতি বছর এশিয়া , আফ্রিকা , ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যথেষ্ট সংখ্যায় বাণিজ্যিক গাড়ি ও যাত্রীবাহী গাড়ি রপ্তানি করা হয় ।
এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে , বর্তমানে ভারতে অনেকগুলি স্কুটার ও মোটর সাইকেল তৈরির কারখানাও গড়ে উঠেছে । দিল্লি ও চেন্নাই ছাড়াও উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ ও কানপুর , মহারাষ্ট্রের মুম্বাই , পুনা ও সাতারা , কর্ণাটকের বাঙ্গালোর , অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ , হরিয়ানার ফরিদাবাদ প্রভৃতি স্থানে এই কারখানাগুলি অবস্থিত ।