ভূগোল

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যা

ভারতের কার্পাস বয়ন শিল্প বর্তমানে অনেকগুলি সমস্যার সম্মুখীন , যেমন―

( ১ ) বড়ো আঁশের ভালো তুলো ভারতে বেশি উৎপন্ন হয় না , বিদেশ থেকে আমদানি করতে হয় । 

( ২ ) অধিকাংশ বস্ত্র কারখানার যন্ত্রপাতি পুরোনো । ফলে উন্নত মানের জামাকাপড় তৈরি করা যায় না এবং উৎপাদন খরচ অনেক বেশি পড়ে । 

( ৩ ) টেরিন , টেরিকটন , টেরিলিন প্রভৃতি কৃত্রিম তন্তুজাত বস্ত্রের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নামতে হয় । 

( ৪ ) সাম্প্রতিককালে পরিচালন ব্যবস্থার ত্রুটি ও শ্রমিক অসন্তোষের জন্য অনেকগুলি বস্ত্র কারখানা বন্ধ হয়ে গেছে । 

( ৫ ) দেশের তুলো উৎপাদক এলাকা প্রধানত পশ্চিম এবং দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত বলে উত্তর ও পূর্বাঞ্চলের বয়ন কলগুলিতে কাঁচামাল সবসময় ঠিকমতো পাওয়া যায় না । তা ছাড়া , দুরত্বের জন্য কাঁচামালের পরিবহন ব্যয়ও বেশি পড়ে । 

( ৬ ) আন্তর্জাতিক বাজারে জাপান , চিন , ব্রিটেন প্রভৃতি দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় । 

ভারতের কার্পাস বয়ন শিল্পের সমস্যার সমাধান

ভারতে কার্পাস বয়ন শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কতকগুলি ব্যবস্থা গৃহীত হয়েছে । যেমন— 

( ১ ) উন্নত মানের বস্তু উৎপাদনের জন্য বিদেশ থেকে দীর্ঘ আঁশযুক্ত তুলো আমদানি করা ছাড়াও উত্তর-পশ্চিম ভারতের শুষ্ক এলাকায় জলসেচের সাহায্যে দীর্ঘ আঁশযুক্ত তুলো চাষের ব্যবস্থা করা হয়েছে । 

( ২ ) কার্পাস বয়ন শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে মিলগুলিকে সাহায্য করার জন্য ভারত সরকার ‘ জাতীয় সুতি বস্ত্র কর্পোরেশন ‘ নামে একটি সংস্থা গঠন করেছেন । 

( ৩ ) বিদেশি প্রতিযোগিতা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এবং রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে ‘ কার্পাস বস্ত্র রপ্তানি উন্নয়ন সংস্থা ‘ নামে আর একটি সংস্থা গঠিত হয়েছে । 

( ৪ ) পুরোনো যন্ত্রপাতির বদলে মিলগুলিতে আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্রপাতি বসানোর ব্যবস্থা হয়েছে । 

( ৫ ) উৎপাদিত বস্ত্রের উৎকর্য বাড়ানোর উদ্দেশ্যে কয়েকটি গবেষণা সংস্থা গঠন করা হয়েছে , যেমন — ‘ আমেদাবাদ টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন ‘ , ‘ মুম্বাই টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন ‘ , কোয়েম্বাটোর এর ‘ সাউথ ইন্ডিয়া রিসার্চ অ্যাসোসিয়েশন ‘ প্রভৃতি । 

( ৬ ) বন্ধ হয়ে যাওয়া ও রুগ্‌ণ মিলগুলির পুনরুজ্জীবনের লক্ষ্যে ‘ ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড ‘ নামে একটি সংস্থা গঠিত হয়েছে ।

error: Content is protected !!