অভ্রের ব্যবহার 

অভ্রের ব্যবহার 

অভ্র একটি অধাতব খনিজ — দেখতে কাচের মতো । অভ্র ভীষণ তাপ সহ্য করতে পারে । এটি বিদ্যুতের কুপরিবাহী । 

তাই ( ১ ) বিদ্যুৎ শিল্পে এবং ( ২ ) আণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ব্যাপকভাবে অভ্র ব্যবহৃত হয় । 

এছাড়া , ( ৩ ) বেতারের গ্রাহক যন্ত্র , ( ৪ ) হ্যাজাক আলোর চিমনি , ( ৫ ) গ্রামোফোনের শব্দ যন্ত্র , ( ৬ ) টেলিভিশন , ( ৭ ) প্রতিমার সাজসরঞ্জাম , ( ৮ ) রং ইত্যাদি তৈরির জন্য অভ্র ব্যবহার করা হয় ।

error: Content is protected !!