ভূগোল

আকরিক লোহার শ্রেণীবিভাগ

Contents

আকরিক লোহার শ্রেণীবিভাগ

খনি থেকে উত্তোলিত আকরিক লোহার মধ্যে কতটা পরিমাণ বিশুদ্ধ লোহা আছে , সেই অনুসারে আকরিক লোহাকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়— 

ম্যাগনেটাইট 

সর্বোৎকৃষ্ট আকরিক লোহা । দেখতে কালো , এতে লোহা থাকে প্রায় ৭২ শতাংশ ।

হেমাটাইট 

দেখতে কিছুটা লালচে । এতে লোহা থাকে গড়ে ৭০ শতাংশ বা তার কম । 

লিমোনাইট 

দেখতে অনেকটা হলদে-বাদামি , এতে লোহা থাকে গড়ে ৬০ শতাংশ । 

সিডেরাইট 

দেখতে ধূসর-বাদামি । এতে লোহার ভাগ খুব কম , গড়ে ৪৮ শতাংশ মাত্র । 

এই চার শ্রেণির আকরিক লোহার মধ্যে ভারতের অধিকাংশ আকরিক লোহা হেমাটাইট জাতীয় । কর্ণাটকের কুদ্রেমুখ এবং অন্যান্য দু-একটি খনি থেকে ম্যাগনেটাইট জাতীয় আকরিক লোহা উত্তোলন করা হয় । 

error: Content is protected !!