ভূগোল

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের কারণ

দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের কারণ

সাধারণভাবে দেখা যায় ভারতের মহারাষ্ট্র , কর্ণাটক , কেরালা , অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে তাপ বিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় । এর কারণ— 

( ১ ) দক্ষিণ ভারতের ভূপ্রকৃতি মালভূমি প্রধান অর্থাৎ বন্ধুর । এজন্য এখানকার গোদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি নদী খরস্রোতা এবং জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী । 

( ২ ) যদিও নদীগুলি বরফগলা জলে পুষ্ট নয় , দক্ষিণ ভারতের ভূমিরূপ ঢেউ খেলানো বলে এখানে সহজেই জলাধার নির্মাণ করে এই অসুবিধা দূর করা যায় । 

( ৩ ) দক্ষিণ ভারতে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প উৎস কয়লা বিশেষ পাওয়া যায় না । 

( ৪ ) দক্ষিণ ভারতে বিদ্যুতের যথেষ্ট চাহিদাও আছে । স্বাধীনতার পূর্বে কর্ণাটকের কোলার সোনার খনির জন্য শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প এবং কেরালার অ্যালওয়ে অ্যালুমিনিয়াম কারখানার জন্য পেরিয়ার জলবিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয় । বর্তমানে মুম্বাই , চেন্নাই , কোয়েম্বাটোর , হায়দ্রাবাদ , বাঙ্গালোর প্রভৃতি স্থানের বিভিন্ন শিল্পে বিদ্যুতের চাহিদা খুব বেশি । 

( ৫ ) স্বাধীনতার পূর্বে ত্রিবাঙ্কুর , কুর্গ , মহীশুর প্রভৃতি করদ রাজ্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যাপকভাবে সাহায্য করেছে । বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট অঞ্চলের রাজ্য সরকারগুলির অবদানও এক্ষেত্রে উল্লেখযোগ্য ।

error: Content is protected !!