ভূগোল

ভারতের কোথায় পাইপ লাইন বা নলপথ আছে 

ভারতের কোথায় পাইপ লাইন বা নলপথ আছে 

পাইপ লাইন বা নলপথের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খনিজ তেল ও গ্যাস পরিবহন করা হয় । ভারতের বিভিন্ন অংশে অনেক পাইপ লাইন নলপথ আছে , যেমন —

নাহারকাটিয়া থেকে গুয়াহাটি ও বারৌনি , গুয়াহাটি থেকে শিলিগুড়ি , বারৌনি থেকে কানপুর , হলদিয়া থেকে মৌড়িগ্রাম , কয়ালি থেকে আমেদাবাদ , আংক্রেশ্বর থেকে কয়ালি , কালোল থেকে কয়ালি , বম্বে হাই থেকে মথুরা , মথুরা থেকে দিল্লি ও আম্বালা হয়ে জলন্ধর প্রভৃতি । 

error: Content is protected !!