ভারতের কোথায় পাইপ লাইন বা নলপথ আছে
ভারতের কোথায় পাইপ লাইন বা নলপথ আছে
পাইপ লাইন বা নলপথের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খনিজ তেল ও গ্যাস পরিবহন করা হয় । ভারতের বিভিন্ন অংশে অনেক পাইপ লাইন নলপথ আছে , যেমন —
নাহারকাটিয়া থেকে গুয়াহাটি ও বারৌনি , গুয়াহাটি থেকে শিলিগুড়ি , বারৌনি থেকে কানপুর , হলদিয়া থেকে মৌড়িগ্রাম , কয়ালি থেকে আমেদাবাদ , আংক্রেশ্বর থেকে কয়ালি , কালোল থেকে কয়ালি , বম্বে হাই থেকে মথুরা , মথুরা থেকে দিল্লি ও আম্বালা হয়ে জলন্ধর প্রভৃতি ।
- অ্যানথ্রাসাইট কয়লা
- x2 = x এই সমীকরণটির সমাধান সংখ্যা কত
- A , B , C তিন বন্ধু যথাক্রমে X , ২X , Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করল , মেয়াদান্তে Z টাকা লাভ হলে , A এর লভ্যাংশ কত
- Chandrayaan 3 Essay
- চন্দ্রযান ৩ রচনা