ভারতের খনিজ তেল শোধনাগার
ভারতের খনিজ তেল শোধনাগার
অপরিশোধিত তেল শোধন করার জন্য বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় ১৭ টি শোধনাগার আছে , এগুলি হল—
( ১ ) বারৌনি ( বিহার ) ,
( ২ ) কোচি বা কোচিন ( কেরালা ) ,
( ৩ ) মহারাষ্ট্রের মুম্বাই ( HPCL ) এবং ( ৪ ) মুম্বাই ( BPCL ) ,
( ৫ ) ডিগবয় ( অসম ) ,
( ৬ ) গুয়াহাটি ( অসম ) ,
( ৭ ) বঙ্গাইগাঁও ( অসম ) ,
( ৮ ) হলদিয়া ( পশ্চিমবঙ্গ ) ,
( ৯ ) বিশাখাপত্তনম ( অপ্রপ্রদেশ ) ,
( ১০ ) কয়ালি ( গুজরাত ) ,
( ১১ ) চেন্নাই ( তামিলনাড়ু ) ,
( ১২ ) মথুরা ( উত্তরপ্রদেশ ) ,
( ১৩ ) পানিপথ ( হরিয়ানা ) ,
( ১৪ ) ম্যাঙ্গালোর ( কর্ণটিক ) ,
( ১৫ ) নুমালিগড় ( অসম ) ,
( ১৬ ) কাবেরী বেসিন ( তামিলনাড়ু ) এবং
( ১৭ ) হাজিরা ( গুজরাত ) ।
বর্তমানে আরও দুটি জায়গায় তেল শোধনাগার নির্মাণ করা হচ্ছে । এগুলি হল – ( ১ ) সুলতানপুর ( উত্তরপ্রদেশ ) , ( ২ ) পারাদীপ ( ওড়িশা ) ।