ভূগোল

ভারতে কয়লা উত্তোলনের সমস্যা

ভারতে কয়লা উত্তোলনের সমস্যা

265c30de 6d47 4875 b755 a617abb76e80

ভারতের কয়লা উৎপাদনের কিছু সমস্যা আছে- 

( ১ ) ভারতের কয়লা খুব উন্নত মানের নয় । 

( ২ ) খনিমুখ থেকে বাজারে বা শিল্পকেন্দ্রে কয়লা পাঠানোর মতো প্রয়োজনীয় রেল ওয়াগন সবসময় পাওয়া যায় না । 

( ৩ ) সাধারণ কয়লা থেকে ‘ কোক কয়লা ‘ বা উপজাত দ্রব্য তৈরি করার ভালো ব্যবস্থা নেই । 

( ৪ ) কয়লা প্রধানত একটি অঞ্চলেই পাওয়া যায় । দেশের বিভিন্ন স্থানে কয়লা পাঠাতে সময় ও পরিবহন ব্যয় দুই-ই বেশি লাগে । 

( ৫ ) আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের যন্ত্রপাতির অভাবে খনি থেকে সব কয়লা তোলা যায় না , অনেক নষ্ট হয় । 

( ৬ ) কয়লাখনিতে আগুন লাগলে নেভানোর ভালো ব্যবস্থা নেই । 

error: Content is protected !!