কয়লার উপজাত দ্রব্য কি কি

কয়লার উপজাত দ্রব্য কি কি

কয়লা থেকে নিম্ন ও উচ্চ তাপযুক্ত অঙ্গারীকরণ পদ্ধতির মাধ্যমে কোক কয়লা তৈরির সময় অতিরিক্ত দ্রব্য হিসাবে পাওয়া যায় কোল গ্যাস এবং আরও কয়েকটি প্রয়োজনীয় উপাদান । এই কোল গ্যাস থেকে পাওয়া যায় বিভিন্ন উপজাত দ্রব্য , যেমন— ( ১ ) গন্ধক , ( ২ ) অ্যামোনিয়া , ( ৩ ) আলকাতরা , ( 8 ) ন্যাপথলিন , ( ৫ ) জ্বালানি তেল , ( ৬ ) স্যাকারিন , ( ৭ ) ফেনল , ( ৮ ) বেনজল , ( ৯ ) ক্রিয়োজোট , ( ১০ ) ন্যাপথা , ( ১১ ) টলুয়িন প্রভৃতি । 

এছাড়া কয়লা থেকে উদ্বায়ী ভবন প্রণালী প্রণালীর মাধ্যমে ( ১২ ) কৃত্রিম তেল , ( ১৩ ) গ্যাস , ( ১৪ ) ডিজেল প্রভৃতিও পাওয়া যায় । 

error: Content is protected !!