ভূগোল

কয়লার শ্রেণীবিভাগ

Contents

কয়লার শ্রেণীবিভাগ

8a4bb349 168b 4e10 9e1d e62cbdf79e6c
কয়লা

কয়লার মধ্যে কতটা কার্বন আছে সেই অনুসারে কয়লাকে প্রধানত চারটি শ্রেণিতে ভাগ করা যায় । 

অ্যানথ্রাসাইট

সবচেয়ে ভালো কয়লা । এতে কার্বন থাকে শতকরা প্রায় ৯০ ভাগ । ভারতে এই কয়লা খুব কম উত্তোলিত হয় । 

বিটুমিনাস 

মোটামুটি ভালো কয়লা । এতে কার্বন থাকে শতকরা প্রায় ৫০ থেকে ৮৫ ভাগ । ভারতের অধিকাংশ কয়লা বিটুমিনাস শ্রেণির । 

লিগনাইট 

নিম্নমানের কয়লা । এতে কার্বন থাকে শতকরা প্রায় ৩৫ থেকে ৫০ ভাগ । ভারতে লিগনাইট কয়লাও অনেক পাওয়া যায় । 

পিট কয়লা

এতে কার্বন থাকে শতকরা ৩৫ ভাগের কম । অর্থাৎ , এটি অত্যন্ত নিম্নমানের কয়লা । ভারতে সামান্য পরিমাণে পিট কয়লা উত্তোলিত হয় । 

error: Content is protected !!