তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ এর মধ্যে পার্থক্য
তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ এর মধ্যে পার্থক্য
ভারতের মতো উন্নতিশীল দেশে তাপবিদ্যুতের গুরুত্ব খুব বেশি । অবশ্য বর্তমানে জলবিদ্যুতের গুরুত্বও ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে । নীচে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুতের তুলনা করা হল :
তাপবিদ্যুৎ :
[ ১ ] তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হয় কয়লা , খনিজ তেল ( ডিজেল-বিদ্যুৎ ) প্রভৃতি ।
[ ২ ] তাপবিদ্যুৎ সঞ্চিত বা ক্ষয়িষ্ণু শ্রেণির সম্পদ ।
[ ৩ ] তাপবিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি ।
[ ৪ ] তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় ( initial cost ) কম হলেও পৌনঃপুনিক ব্যয় ( ( recurring cost ) বেশি ।
[ ৫ ] কয়লা বা খনিজ তেল উত্তোলক অঞ্চল থেকে যে-কোনো দূরত্বে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় ।
[ ৬ ] তাপবিদ্যুতের কাঁচামাল সঞ্চয় করে রাখা যায় ।
[ ৭ ] তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি দহন নির্ভর বলে এর যন্ত্রপাতির অবক্ষয় বেশি হয় এবং তাই রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেশি ।
[ ৮ ] তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় অপেক্ষাকৃত কম এবং নির্মাণে সময়ও লাগে কম । এই কারণে বিকাশশীল দেশগুলিতে বেশি পরিমাণে তাপবিদ্যুৎ উৎপাদিত হয় ।
[ ৯ ] তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ক্ষতিকর ছাই , গ্যাস প্রভৃতি নির্গত হয় যা পরিবেশকে কলুষিত করে ।
[ ১০ ] তাপবিদ্যুতের উৎপাদন কাঁচামালের সঞ্চিত ভাণ্ডার ও বিদ্যুতের চাহিদার ওপর নির্ভরশীল ।
[ ১১ ] ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ ঘটানো যায় ।
জলবিদ্যুৎ :
[ ১ ] জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হয় খরবেগ জলপ্রবাহ ।
[ ২ ] জলবিদ্যুৎ পুনর্ভব শ্রেণির প্রবহমান সম্পদ ।
[ ৩ ] জলবিদ্যুৎ উৎপাদনের ব্যয় কম ।
[ ৪ ] জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় বেশি হলেও পৌনঃপুনিক ব্যয় কম ।
[ ৫ ] জলবিদ্যুৎ কেন্দ্র কেবল খরস্রোতা নদীর তীরেই স্থাপিত হয় ।
[ ৬ ] জলবিদ্যুতের কাঁচামাল ( খরস্রোতা জলপ্রবাহ ) সঞ্চয় করে রাখা যায় না ।
[ ৭ ] জলবিদ্যুৎ কেন্দ্রগুলি দহন নির্ভর নয় বলে এর যন্ত্রপাতির অবক্ষয়জনিত সমস্যা কম , টেকে অনেক বেশিদিন এবং তাই রক্ষণাবেক্ষণ ব্যয় কম ।
[ ৮ ] জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অত্যন্ত ব্যয় সাপেক্ষ উদ্যোগ । তাছাড়া , উচ্চ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় । এজন্য বিকাশশীল দেশগুলিতে জলবিদ্যুৎ কম উৎপাদিত হয় ।
[ ৯ ] জলবিদ্যুৎ উৎপাদনে ধোঁয়া বা ছাই নির্গত হয় না বলে পরিবেশও দূষিত হয় না , অর্থাৎ জলবিদ্যুৎ পরিচ্ছন্ন শক্তি ।
[ ১০ ] জলবিদ্যুতের উৎপাদন অনুকূল প্রাকৃতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নতির ওপর নির্ভরশীল ।
[ ১১ ] চাহিদার সঙ্গে তাল মিলিয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ সাধারণভাবে সম্ভব নয় ।