জলবিদ্যুৎ এর গুরুত্ব
জলবিদ্যুৎ এর গুরুত্ব
জলবিদ্যুৎ হল চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ । জলবিদ্যুৎ শক্তির উৎস খরস্রোতা নদী , যা প্রবহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ ।
[ ১ ] জলবিদ্যুৎ একটি পুনর্ভব প্রবহমান সম্পদ । তাই যতই ব্যবহার করা হোক না কেন , কোনোদিন নিঃশেষিত হবে না ।
[ ২ ] কেবল শিল্পে শক্তি হিসাবেই জলবিদ্যুৎ ব্যবহৃত হয় , কাঁচামাল হিসাবে নয় ।
[ ৩ ] জলবিদ্যুৎ থেকে কোনো উপজাত দ্রব্য তৈরি করা যায় না ।
[ ৪ ] জলবিদ্যুৎ সঞ্চয় করে রাখা যায় না । উৎপাদনের পরই ব্যবহার করতে হয় ।
[ ৫ ] ট্রান্সমিশন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ অতি সহজেই বিতরণ কেন্দ্রে পাঠানো যায় ।
[ ৬ ] জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় বেশি হলেও আবর্তক ব্যয় খুব কম । এজন্য সুলভ বিদ্যুৎ বলে পরিগণিত হয় ।
[ ৭ ] কয়লা ও খনিজ তেলের তুলনায় ইউনিট প্রতি জলবিদ্যুতের তাপশক্তি উৎপাদন করার ক্ষমতা বেশি ।
[ ৮ ] দহন নির্ভর নয় বলে জলবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতির আয়ুষ্কাল অনেক দীর্ঘ এবং তাই রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম ।
[ ৯ ] ভারতের মোট শক্তি উৎপাদনের প্রায় ৩ শতাংশ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হয় ।
[ ১০ ] জলবিদ্যুৎ উৎপাদনে শ্রম শক্তির তুলনায় উন্নত কারিগরি জ্ঞানের প্রয়োজন বেশি ।
[ ১১ ] জলবিদ্যুৎ ব্যবহারে পরিবেশ দূষিত হয় না । একে বলে পরিচ্ছন্ন শক্তি ।