ভূগোল

ভারতের বক্সাইট উত্তোলক অঞ্চল 

ভারতের বক্সাইট উত্তোলক অঞ্চল 

‘ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ’ , ‘ ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস ‘ প্রভৃতি সংস্থার সর্বশেষ সমীক্ষা অনুসারে ভারতে সঞ্চিত বক্সাইটের পরিমাণ প্রায় ২৫২.৫৩ কোটি টন । এর মধ্যে বেশি বক্সাইট সঞ্চিত আছে ওড়িশা , ঝাড়খণ্ড , গুজরাত , মধ্যপ্রদেশ , মহারাষ্ট্র , কর্ণাটক , তামিলনাড়ু , রাজস্থান , উত্তরপ্রদেশ , কেরালা , গোয়া , অন্ধ্রপ্রদেশ , জম্মু ও কাশ্মীর প্রভৃতি রাজ্যে । ভূগর্ভে সঞ্চিত বক্সাইটের পরিমাণের দিক থেকে ভারতের স্থান পৃথিবীতে পঞ্চম । 

যেসব অঞ্চল থেকে খুব বেশি পরিমাণে বক্সাইট উত্তোলিত হয় , সেগুলি হল— 

( ১ ) ওড়িশার সম্বলপুর , কোরাপুট , কালাহাণ্ডি ও গঞ্জাম ; 

( ২ ) ঝাড়খণ্ডের রাঁচির কাছে লোহারডাগা এবং পালামৌ জেলা ; 

( ৩ ) গুজরাতের ভবনগর , জুনাগড় , আমরেলি ও মাণ্ডবি ; 

( ৪ ) মধ্যপ্রদেশের বালাঘাট ; 

( ৫ ) ছত্তিশগড়ের রায়গড় ও বিলাসপুর ; 

( ৬ ) মহারাষ্ট্রের রত্নগিরি ও কোলাপুর জেলার কোলাবা , থানে , সাতারা ও ইদারগঞ্জ ; 

( ৭ ) কর্ণাটকের বেলগাঁও ও বাবাবুদান পাহাড় এবং 

( ৮ ) তামিলনাড়ুর সালেম অঞ্চল । 

সম্প্রতি ( ৯ ) মধ্যপ্রদেশের জামিরা মালভূমিতে বক্সাইটের একটি বিশাল ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে । ভারতে বক্সাইট উত্তোলনে ওড়িশার স্থান প্রথম । তারপর যথাক্রমে ঝাড়খণ্ড ও গুজরাতের স্থান ।

error: Content is protected !!