ভূগোল

উত্তর ও দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল অবস্থার তুলনা 

উত্তর ও দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল অবস্থার তুলনা 

উত্তর ও দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থার মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ করা যায় , যেমন— 

( ১ ) উত্তর ভারতের নদীগুলি হিমালয়ের বরফগলা জলে পুষ্ট । তা ছাড়া নদীগুলি যথেষ্ট পরিমাণে বৃষ্টির জলও পায় । এজন্য নদীগুলিতে সবসময়ই যথেষ্ট জলপ্রবাহ থাকে । ফলে এগুলি সারা বছরই জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল থাকে । 

অপরদিকে , দক্ষিণ ভারতের নদীগুলি কেবল বৃষ্টির জলে পুষ্ট । তাই বর্ষাকালেই নদীগুলিতে বেশি জলপ্রবাহ থাকে এবং এর ফলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় এগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযোগী থাকে না । 

( ২ ) উত্তর ভারতের নদীগুলির বেশির ভাগ পথ সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এগুলিতে স্রোত খুবই কম । তাই জলবিদ্যুৎ উৎপাদন করতে হলে বাঁধ নির্মাণের প্রয়োজন হয় , যা অত্যন্ত ব্যয়সাধ্য । 

অপরদিকে , দক্ষিণ ভারতের ভূমিরূপ বন্ধুর বলে এখানকার নদীগুলি স্বাভাবিকভাবে খরস্রোতা এবং জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী । 

( ৩ ) উত্তর ভারতে কয়লার অভাব নেই । তা ছাড়া খনিজ তেলও কিছু পরিমাণে উত্তোলিত হয় । ফলে কয়লা ও খনিজ তেলের মতো বিকল্প উৎস ব্যবহারের সহজ সুযোগ থাকায় উত্তর ভারতে জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হয় না । 

অপরদিকে , দক্ষিণ ভারত কয়লা সমৃদ্ধ নয় এবং এখানে খনিজ তেলও উত্তোলিত হয় সামান্য । কয়লা ও খনিজ তেলের এই অভাব দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে । 

error: Content is protected !!