ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্রগুলি হল—
( ১ ) মহারাষ্ট্রের খোপালি , ভিরা , ভিবপুরী ও কয়না ;
( ২ ) কর্ণাটকের শিবসমুদ্রম ও সরাবতী ;
( ৩ ) তামিলনাড়ুর পাইকারা ও মেত্তুর ;
( ৪ ) কেরালার পল্লিভাসাল ও ইদ্দিকি ;
( ৫ ) অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম এবং নাগার্জুনসাগর ও তুঙ্গভদ্রা বহুমুখী প্রকল্পের অধীন বিদ্যুৎকেন্দ্র সমূহ ;
( ৬ ) হিমাচল প্রদেশের ভাকুরা-নাঙ্গাল বহুমুখী প্রকল্পের অধীন ভাক্রা , গাঙ্গোয়াল ও কোটলা ;
( ৭ ) জম্মু ও কাশ্মীরের বরমুলা ;
( ৮ ) মণিপুরের লোকটাক ;
( ৯ ) পশ্চিমবঙ্গের জলঢাকা ;
( ১০ ) ওড়িশার হীরাকুঁদ ;
( ১১ ) ঝাড়খণ্ডের মাইথন ও তিলাইয়া ;
( ১২ ) উত্তরাঞ্চলের পালরা , মহম্মদপুর ও সালওয়া ;
( ১৩ ) সিকিমের লাগিয়াপ প্রভৃতি ।