জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ
জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ
জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশকে দুটি ভাগে ভাগ করা যায়— ( ক ) প্রাকৃতিক পরিবেশ এবং ( খ ) অপ্রাকৃতিক পরিবেশ ।
জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশ
প্রাকৃতিকভাবে নিম্নলিখিত সুবিধাগুলি থাকা প্রয়োজন —
বন্ধুর ভূপ্রকৃতি : নদী খরস্রোতা না হলে জলবিদ্যুৎ উৎপাদন করা যায় না । বন্ধুর ভূমির ওপর দিয়ে প্রবাহিত নদী খরস্রোতা হয় বলে জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী ।
নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত বা বরফগলা জলের সরবরাহ : নদীতে যাতে সারা বছর বেশি জল থাকে , তাই নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন অথবা নদীতে বরফগলা জলের সরবরাহ থাকা দরকার ।
বরফ মুক্ত আবহাওয়া ও নাতিতীব্র গ্রীষ্মকাল : প্রচণ্ড ঠান্ডায় জল জমে যাতে বরফে পরিণত না হয় অথবা গ্রীষ্মকালের প্রখর উত্তাপে নদীর জল দ্রুত বাষ্পীভূত না হয় , সেজন্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বরফ মুক্ত আবহাওয়া এবং গ্রীষ্মকাল নাতিতীব্র হওয়া প্রয়োজন ।
বনভূমির অস্তিত্ব : নদীর উৎস অঞ্চলে বনভূমি থাকলে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয় । এছাড়া বনভূমি বৃষ্টিপাতকেও নিয়ন্ত্রণ করে । তাই সংলগ্ন অঞ্চলে বনভূমি থাকলে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয় ।
ভূতাত্ত্বিক গঠন : ভূমিকম্প প্রবণ অঞ্চলে নয় , কেবল ভূতাত্ত্বিক দিক থেকে স্থিতিশীল অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয় ।
জলবিদ্যুৎ উৎপাদনের অপ্রাকৃতিক পরিবেশ
প্রাকৃতিক পরিবেশ ছাড়াও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কতকগুলি অনুকূল অবস্থা প্রয়োজন , যেমন— ( ১ ) উন্নত মানের প্রযুক্তিবিদ্যা , ( ২ ) পর্যাপ্ত মূলধন , ( ৩ ) স্থানীয় এলাকা বা নিকটবর্তী অঞ্চলে বিদ্যুতের ব্যাপক চাহিদা , ( ৪ ) খনিজ তেল , কয়লা প্রভৃতি শক্তি সম্পদের অভাব , ( ৫ ) উন্নত যোগাযোগ ব্যবস্থা , ( ৬ ) সুলভে দক্ষ শ্রমিক পাওয়ার সুবিধা প্রভৃতি জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে ।
- Different Types of Mutual Funds – Mutual Fund Types Based on Asset Class, Structure, Risk & Benefits
- How to invest in mutual funds
- what are mutual funds simple definition
- একটি কারখানায় একটি মেশিনের মূল্য ১,৮০,০০০ টাকা। মেশিনটির মুল্য প্রতি বছর ১০% হ্রাস পায়। ৩ বছর পর ওই মেশিনের মুল্য কত হবে?
- অ্যানথ্রাসাইট কয়লা