ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র
Contents
ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র
বর্তমানে ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা প্রায় ৭০ ভাগ তাপবিদ্যুৎ । কয়লা সমৃদ্ধ বলে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র বেশি গড়ে উঠেছে । অবশ্য দেশের অন্যান্য অঞ্চলেও অনেক তাপবিদ্যুৎ কেন্দ্র আছে । ভারতের প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি হল —
পূর্ব ভারতের অন্তর্গত :
( ১ ) পশ্চিমবঙ্গের দুর্গাপুর , ফারাক্কা , ব্যান্ডেল , সাঁওতালডিহি , মেজিয়া , টিটাগড় এবং কোলাঘাট ;
( ২ ) ঝাড়খণ্ডের বোকারো , পাত্রাতু ও চন্দ্রপুরা এবং
( ৩ ) ওড়িশার তালচের ।
উত্তর ভারতের অন্তর্গত :
( ৪ ) উত্তরপ্রদেশের পানকি , ওবরা ও হরদুয়ারগঞ্জ ;
( ৫ ) পাঞ্জাবের রোপার , ভাতিণ্ডা ও গুরু নানক ;
( ৬ ) দিল্লির বদরপুর ও ইন্দ্রপ্রস্থ ;
( ৭ ) হরিয়ানার পানিপথ ;
( ৮ ) রাজস্থানের আনতা এবং
( ৯ ) জম্মু ও কাশ্মীরের কালাকোট ।
মধ্য ও পশ্চিম ভারতের অন্তর্গত :
( ১০ ) ছত্তিশগড়ের কোরবা ও অমরকণ্টক ;
( ১১ ) মধ্যপ্রদেশের সাতপুরা ও সিঙ্গারাউলি ;
( ১২ ) মহারাষ্ট্রের নাসিক ও ভুসোয়াল এবং
( ১৩ ) গুজরাতের গান্ধিনগর ও উকাই ।
দক্ষিণ ভারতের অন্তর্গত :
( ১৪ ) তামিলনাড়ুর নিভেলি ও তুতিকোরিন ;
( ১৫ ) কর্ণাটকের রায়চূড় এবং
( ১৬ ) অন্ধ্রপ্রদেশের নেল্লোর , বিজয়ওয়াড়া প্রভৃতি ।