খনিজ তেলের ব্যবহার 

খনিজ তেলের ব্যবহার 

( ১ ) পেট্রোলের সাহায্যে বিমান ও মোটরগাড়ি চলে ; 

( ২ ) জ্বালানি তেলের সাহায্যে মোটর , বাস , ট্রাক , রেল , জাহাজ চলে । 

( ৩ ) বিদ্যুৎকেন্দ্রেও এই জ্বালানি তেল ব্যবহার করা হয় । জ্বালানি তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় । 

( ৪ ) যন্ত্রপাতি মসৃণ ও সচল রাখতে প্রয়োজন পিচ্ছিলকারক তেল । 

( ৫ ) বাড়িতে আলো জ্বালানোর জন্য দরকার কেরোসিন । 

( ৬ ) পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য পিচ বা অ্যাসফাল্ট রাস্তাঘাট পাকা করতে লাগে । 

( ৭ ) পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য ভেসলিন ও প্যারাফিন থেকে তৈরি হয় মোমবাতি , ওষুধ প্রভৃতি । 

এছাড়া  পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য ন্যাপথার সাহায্যে যে রাসায়নিক শিল্প গড়ে ওঠে তাতে সার , ওষুধ , বিস্ফোরক দ্রব্য , পলিথিন , প্লাস্টিক , কৃত্রিম রবার , নাইলন , রং , কীটনাশক দ্রব্য প্রভৃতি তৈরি হয় ।

error: Content is protected !!