ভারতের কয়লা উৎপাদক অঞ্চল
ভারতের কয়লা উৎপাদক অঞ্চল
ভূতাত্ত্বিক বয়স অনুসারে ভারতে প্রধানত দুটি শ্রেণির কয়লা পাওয়া যায়— ( ক ) গন্ডোয়ানা কয়লা এবং ( খ ) টার্শিয়ারি কয়লা ।
গন্ডোয়ানা কয়লা
প্রায় ২৮-৩০ কোটি বছর আগে ভূগর্ভে এই কয়লার স্তর গঠিত হয় । ভারতের মোট কয়লা সম্পদের প্রায় ৯৯ শতাংশই এই গন্ডোয়ানা শ্রেণির কয়লা । এর মধ্যে বেশিরভাগই মধ্যম মানের বিটুমিনাস জাতীয় । ভারতের যেসব অঞ্চল থেকে গন্ডোয়ানা শ্রেণির কয়লা উত্তোলিত হয় , সেগুলি হল—
( ১ ) দামোদর উপত্যকা : ঝাড়খণ্ডের ঝরিয়া , বোকারো , করণপুরা , গিরিডি , রামগড় , ডালটনগঞ্জ , রাজমহল , পশ্চিমবঙ্গের রানিগঞ্জ , আসানসোল , মেজিয়া প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য কয়লাখনি । এগুলির মধ্যে ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লাখনি এবং এখানেই দেশের সর্বোৎকৃষ্ট কয়লা উত্তোলিত হয় । আর অঞ্চল অনুসারে দামোদর উপত্যকা ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল । এই অঞ্চল থেকে সমগ্র দেশের ৭০ শতাংশ কয়লা উত্তোলিত হয় ।
( ২ ) মহানদী উপত্যকা : ওড়িশার তালচের ও রামপুর ; ছত্তিশগড়ের কোরবা প্রভৃতি মহানদী উপত্যকার গুরুত্বপূর্ণ কয়লাখনি ।
( ৩ ) শোন উপত্যকা : মধ্যপ্রদেশের উমারিয়া , সোহাগপুর , সিঙ্গারাউলি এবং ছত্তিশগড়ের ঝিলমিলি , বিশ্রামপুর , চিরিমিরি প্রভৃতি এখানকার প্রধান কয়লাখনি ।
( ৪ ) ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা উপত্যকা : মহারাষ্ট্রের ওয়ার্ধা উপত্যকায় চান্দা , তান্দুর ও বল্লারপুর এবং ওয়েনগঙ্গা উপত্যকায় কাম্পতি প্রভৃতি বিখ্যাত কয়লাখনি ।
( ৫ ) গোদাবরী উপত্যকা : অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনী , অন্তরগাঁও প্রভৃতি গোদাবরী উপত্যকার উল্লেখযোগ্য কয়লাখনি ।
টার্শিয়ারি কয়লা
টার্শিয়ারি যুগে অর্থাৎ প্রায় ৬-৭ কোটি বছর আগে হিমালয় পর্বত সৃষ্টির সময় এই কয়লার স্তর গঠিত হয় । ভূগর্ভে খুব বেশিদিন থাকেনি বলে টার্শিয়ারি কয়লা বেশিরভাগই লিগনাইট জাতীয় অর্থাৎ নিম্নমানের । টার্শিয়ারি কয়লা যেসব অঞ্চল থেকে উত্তোলিত হয় , সেগুলি হল—
( ১ ) অসমের মাকুম ও মিকির পাহাড় , ( ২ ) নাগাল্যান্ডের উত্তরাংশ , ( ৩ ) অরুণাচল প্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশ , ( ৪ ) পশ্চিমবঙ্গের দার্জিলিং এর কাছে বাগরাকোট ও কালিম্পং অঞ্চল , ( ৫ ) সিকিমের রঙ্গিত উপত্যকা , ( ৬ ) জম্মু ও কাশ্মীরের লানিয়ালাব , নিছোমা ও রাইতান , ( ৭ ) রাজস্থানের বিকানীর জেলার পালানা , ( ৮ ) গুজরাতের কচ্ছ ও ব্রোচ , ( ৯ ) তামিলনাড়ুর দক্ষিণ আর্কট জেলার নিভেলি প্রভৃতি উল্লেখযোগ্য টার্শিয়ারি কয়লাখনি । এগুলির মধ্যে উৎপাদনের বিচারে নিভেলি ভারতের বৃহত্তম লিগনাইট খনি ।