মহানগর কাকে বলে
মহানগর কাকে বলে
ইংরেজি ‘ মেগা ‘ ( mega ) শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ মেগাস ( megas ) থেকে , যার অর্থ বৃহৎ । সুতরাং , আক্ষরিক অর্থে মহানগর বলতে বড়ো শহরকে বোঝায় ।
জনসংখ্যার বিচারে বলা যায় , কোনো শহরের মোট জনসংখ্যা 10 মিলিয়নের বেশি হলে তাকে মহানগর বলে । পশ্চিমবঙ্গের কলকাতা মহানগরের উদাহরণ ।
- স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব শিক্ষাগত গুরুত্ব
- স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব
- মানসিক ক্ষমতা কাকে বলে
- আগ্রহ ও মনোযোগের সম্পর্ক
- শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব