ভূগোল

শহর কাকে বলে

শহর কাকে বলে

আদমশুমারি অনুযায়ী যে স্থানের মোট জনসংখ্যা কমপক্ষে 5000 জন , জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 400 জনের বেশি এবং শতকরা 75 জন কৃষি ছাড়া অন্য পেশায় নিযুক্ত সেই অঞ্চলটিকে শহর বলে ।

উদাহরণ : পশ্চিমবঙ্গের দুর্গাপুর , শিলিগুড়ি , হলদিয়া , বর্ধমান প্রভৃতি । 

error: Content is protected !!