কলকাতা ও হাওড়া কে যমজ শহর বলা হয় কেন
কলকাতা ও হাওড়া কে যমজ শহর বলা হয় কেন
হুগলি নদীর দুই তীরে পশ্চিমবঙ্গের দুটি প্রধান এবং গুরুত্বপূর্ণ শহর কলকাতা ও হাওড়া অবস্থিত । হুগলি নদীর পূর্ব তীরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং ঠিক তার বিপরীতে পশ্চিম তীরে অবস্থিত হাওড়া হল প্রধান শিল্প শহর । এই দুটি শহর রবীন্দ্র সেতু ( হাওড়া ব্রিজ ) এবং বিদ্যাসাগর সেতুর মাধ্যমে যুক্ত । এই সেতু দুটির মাধ্যমে দুটি শহরের মধ্যে অবাধে মানুষ যাতায়াত করতে পারে ।
কলকাতা হল ব্যাবসা বাণিজ্য , রাজনীতি এবং সংস্কৃতির কেন্দ্র । অন্যপ্রান্তে হাওড়া অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে অবস্থান করছে । কলকাতা এবং হাওড়া একে অপরের পরিপূরক , তাই এদের যমজ শহর বলে ।
- স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব শিক্ষাগত গুরুত্ব
- স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব
- মানসিক ক্ষমতা কাকে বলে
- আগ্রহ ও মনোযোগের সম্পর্ক
- শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব