ভূগোল

পর্যটন শিল্প কাকে বলে 

পর্যটন শিল্প কাকে বলে 

অবকাশ যাপন , বিনোদন , ব্যাবসা বাণিজ্য , শিক্ষামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মানুষ যখন অল্প সময়ের জন্য এক স্থান থেকে অন্যস্থানে ভ্রমণ করে এবং মানসিক আনন্দ লাভ করে , তাকেই পর্যটন বলে । এই পর্যটনের কারণে যখন কোনো স্থানে রাস্তাঘাটের উন্নয়ন , হোটেল , রিসর্ট নির্মাণ বা প্রকৃতিকে উপভোগ করার জন্য নানা পরিকাঠামোর উন্নতি ঘটানো হয় , তখন তা পর্যটন শিল্প হিসেবে বিবেচনা করা যায় ।  

পর্যটনের সাথে পর্যটকের যেমন উপকার হয় তেমনি সুষ্ঠু পর্যটন শিল্পের সাথে যুক্ত বহু মানুষের কর্মসংস্থান হয় । পশ্চিমবঙ্গ পর্যটন শিল্পে ভারতে প্রথম দশটি রাজ্যের মধ্যে অন্যতম । 

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ কারণগুলি হল 一

প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য : পশ্চিমবঙ্গের উত্তরে সুউচ্চ হিমালয় , দক্ষিণে বঙ্গোপসাগরের সুনীল জলরাশি , পশ্চিমের মালভূমির অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য এ রাজ্যে পর্যটন শিল্পের উন্নতির প্রধান কারণ । 

ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র : এ রাজ্যে মুরশিদাবাদ , কলকাতা ও অন্যত্র নানা ইতিহাস প্রসিদ্ধ স্থান রয়েছে । পর্যটকদের কাছে এটি এক অনবদ্য আকর্ষণ । 

পরিবহণের সুবিধা : বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন স্থানগুলির সাথে রেল , সড়ক , জলপথ এবং আকাশপথ সংযুক্ত করা হয়েছে । শীততাপ নিয়ন্ত্রিত বাস , হেলিকপ্টার পরিসেবা , বিলাসবহুল নৌকা , লঞ্চের মাধ্যমে পর্যটকদের ঘোরানোর ব্যবস্থা হয়েছে । 

হোটেল , রিসর্টের উন্নয়ন : ঐতিহাসিক স্থানগুলিতে নতুন নতুন হোটেল , রিসর্ট তৈরি হচ্ছে । উত্তরের তরাই , ডুয়ার্স , সুন্দরবনের গভীরে ইকো রিসর্ট , ট্রি হাউস পর্যটকদের আকর্ষণ করছে । 

টুরিস্ট গাইড : টুরিস্ট গাইডরা পরিবেশ সংরক্ষণ , ঐতিহাসিক স্থানগুলির গুরুত্ব , তাদের সৃষ্টির কারণ এবং তাদের সংরক্ষণ বিষয়ে পর্যটকদের সচেতন করে । গাইডের এই ব্যবস্থা পর্যটন শিল্পের উন্নতির সহায়ক । 

স্থানীয় উৎসব : কলকাতায় শারদীয়া উৎসব , শান্তিনিকেতনের পৌষমেলা , কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো , শান্তিপুর ও কোচবিহারের রাসমেলা , কলকাতার বর্ষশেষ ও বর্ষবরণ উৎসব , কেঁদুলির জয়দেব মেলার মতো অসংখ্য উৎসর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ ।

error: Content is protected !!